অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএসইসির নতুন মুখপাত্র ফারহানা ফারুকী

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৮ আগস্ট ২০২৪ বুধবার  

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ফারহানা ফারুকীকে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্য সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন প্রশাসন বিভাগের সহকারী পরিচালক নিজাম উদ্দিন।
 
তথ্যানুযায়ী, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের পরিচালক ফারহানা ফারুকী, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অনান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ফারহানা ফারুকী দীর্ঘ ২৩ বছর ধরে বিএসইসিতে কাজ করছেন। ২০০১ সালের সেপ্টেম্বরে তিনি সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক।