‘নতুন’ বাড়িতে মিলল ১০০ বছরের পুরনো মদ
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৬:৩৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
বহু কষ্টার্জিত সঞ্চিত অর্থ দিয়ে কিছুদিন আগে নিউইয়র্কের আমেসে একটি বাড়ি কিনেছেন এক দম্পতি। ইচ্ছা-নিজেদের মনের মতো করে স্বপ্নের বাড়িটি সাজাবেন তারা।
সেই উদ্দেশ্য নিয়েই সদ্য সেখানে ওঠেন নিক ড্রুম্মন্ড ও প্যাট্রিক বেক্কার। উঠেই ঘরবাড়ি গোছানো তথা সাজগোজের কাজে নেমে পড়েন তারা। আর সেই কাজ করতে গিয়ে ঘটল আশ্চর্যজনক ঘটনা। পেয়েছেন ১০০ বছরের পুরনো মদ।
বাড়ি সাজাতে গিয়ে এক ঘরের পাশে পচা কাঠ পড়ে থাকতে দেখেন নিক-প্যাট্রিক। সেগুলো সরাতে গিয়ে ১০০ বছরের পুরনো ৬টি হুইস্কির (মদ) বোতল পান তারা। পরে খুঁজে আরও ১০০ হুইস্কির বোতল পান এ দম্পতি। এবার মেঝে খুঁড়ে সেগুলো বের করেন দুজনে।
সব মদই ১৯২০ সালে তৈরি। অবশ্য ‘নতুন’ বাড়িতে এসব পেতে পারেন আগেই থেকেই একটা আভাস পেয়েছিলেন নিক-প্যাট্রিক। সেখানে উঠেই বাস্তব প্রতিফলন ঘটে।
এরই মধ্যে বাড়িটি নিয়ে গবেষণা করেছে এ দম্পতি। কিছু কাগজপত্র ঘেঁটেছেন। তাতে তারা সন্ধান পেয়েছেন, ১৯১৫ সালে সেটি তৈরি করেন জার্মান অভিবাসী অ্যাডলফ হাম্ফনার। এ বাড়িতে গোপনে অবৈধ হুইস্কির কারবারি করতেন তিনি। কারণ, ওই সময় যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে মদ বেচাকেনা নিষিদ্ধ ছিল।
নিক জানান, মদের বোতলগুলোর কয়েকটির গায়ে এখনও লেবেল লাগানো রয়েছে। সেগুলো স্কটল্যান্ড থেকে এসেছিল। ১৯২০ সালেই সেগুলো সেখানে তৈরি হয়।
নিক-প্যাট্রিক দম্পতি বলেন, আমরা বোতলগুলোর ছিপি খুলিনি। একদম অক্ষত অবস্থায় রয়েছে। কয়েকটি নিলামে তোলার চিন্তাভাবনা করছি। সেগুলো এখনও পানযোগ্য।