অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দলীয় মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার  

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। শুক্রবার (২৩ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চারদিনের জাতীয় সম্মেলন দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ছিল শেষ দিন। আর গতকাল রাতেই কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।

দলীয় মনোনয়ন গ্রহণ করার পর সম্মেলনে ভাষণ দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। সেখানে তিনি বলেছেন, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো।

এ ছাড়া তিনি বলেছেন, আমার এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।

দেশটিতে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমলা হ্যারিসের প্রতিপক্ষ হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।