অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিবন্ধন পেল এবি পার্টি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার  

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব শফিউল আজিম এতে সই করেছেন। দলটির জন্য ‘ঈগল’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছর নির্বাচন কমিশন চিঠি দেয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া।
 
বর্তমানে ইসির নিবন্ধনে ৪৪টি দল ছিল। এবি পার্টিকে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৫টিতে।