আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে ‘মুক্তি কনসার্ট’
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিপ্লবী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে একটি কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস [বামবা]। শিরোনাম ‘মুক্তি কনসার্ট’। আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে। তবে কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড ও এর ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।
শিগগিরই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করে দেওয়া হবে বলেও বামবা সদস্যরা জানিয়েছেন।
এই সংগঠনের বর্তমান সদস্য ব্যান্ড বেশ দীর্ঘ। যেখানে আছে মাকসুদ ও ঢাকা, সোলস, মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেট, ফিডব্যাক, দলছুট, ইনডালো, আর্ক, রেনেসাঁ, অবসকিওর, ব্ল্যাক, অ্যাভোয়েড রাফা, পাওয়ার সার্চ, পেন্টাগন, নাটাই, মরুভূমি, তীরন্দাজ, ওনড, কনক্লুশন, শহরতলী, পার্থিব, স্পন্দন, নেমেসিস, ভাইকিংস, শূন্য, অ্যাশেজসহ মোট ৫৪টি ব্যান্ড। সেখান থেকে নির্বাচিত ব্যান্ডগুলোকে নিয়ে কনসার্ট করবে বলে আয়োজকরা জানান।
বামবা সদস্যদের কথায়, স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করতেই আমাদের এই উদ্যোগ। এই কনসার্ট কেবল সংগীতের নয়, তার চেয়েও বেশি কিছু। যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু। এককথায়, এটি একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। আমরা বিশ্বাস করি, একটি দেশের পটভূমি পরিবর্তনের সময়ে সংগীতই আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। তাই এই কনসার্টের মধ্য দিয়ে আমাদের আহ্বান– আসুন, একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি। দেশের নতুন অধ্যায় রচনায় বামবার এই সংগীতায়োজন দর্শক-শ্রোতার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।