অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোজা খুলতে অস্বস্তি? সহজেই মিলবে মুক্তি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ১১:০৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

দীর্ঘক্ষণ পরে থাকার পর জনসম্মুখে অনেকেই মোজা খুলতে অস্বস্তিতে ভোগেন। কেই বা চায় নিজের মোজার গন্ধে অন্যের নাক বন্ধ করা দেখতে।  

এমন পরিস্থিতি এড়াতে প্রথমত জুতো বারবার ধুয়ে শুকিয়ে নিতে হবে। দ্বিতীয়ত জুতো পরার আগে কিছু দিয়ে মুছে নেয়া যেতে পারে। তারপরও যদি গন্ধ দূর না হয় তবে ছোট্ট কয়েকটি কাজ করেই মুক্তি মিলবে এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে। 

১. আগেরদিন জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করা যাবে না। 

২. পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতো পরুন।

৩. জুতো দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণও ছিটিয়ে দিতে পারেন। অথবা এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে সারারাত রেখে দিন। জুতোতে লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। 

৪. ফুটন্ত জলে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি দূর হবে জুতোয় থাকা ব্যাকটেরিয়াও।