চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ৯, শনাক্ত ১৭৫
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৪:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের। নতুন শনাক্তদের মধ্যে ১৫৮ জন নগরের ও ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এই সংখ্যা ছিল চারজন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৪৯ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ২৫৮ জন। তার মধ্যে ২২ হাজার ৫৪০ জন নগরের ও ৬ হাজার ৭১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
আরও পড়ুন- **চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ১৫৩, মৃত্যু ৪
তিনি জানান, মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পাওয়া গেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটোনারী বিশ্ববিদ্যালয়ে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে ৮৫ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা ভাইরাস পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।
শেভরণে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।