নয়াপল্টনে বিএনপির বাধাহীন সমাবেশ, লোকে লোকারণ্য
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সমাবেশ করছে টানা চার মেয়াদ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এতে দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (লন্ডন থেকে ভার্চুয়ালি) এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনেক বছর পর কোনো ধরনের বিধি-নিষেধ ছাড়া বাধাহীনভাবে সমাবেশ করছে বিএনপি। এজন্য সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শেখ হাসিনার সরকারের পতনে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত ও আনন্দিত।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
সমাবেশ ঘিরে রাত থেকেই নয়াপল্টনে প্রস্তুতি চরে। বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হতে থাকেন।