অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার  

মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (৫ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।