পেলের রেকর্ড ভাঙলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ১২:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
আগের ম্যাচেই পেলেকে ছুঁয়েছিলেন। এবার ফুটবলের রাজাকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি। তার জাদুতে স্বস্তির জয় পেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচে পেদ্রির ব্যাকহিল ধরে দলের তৃতীয় গোল করেন মেসি। বার্সার জার্সিতে এটি আর্জেন্টাইন মহাতারকার ৬৪৪তম গোল। এ দিয়েই পেলেকে ছাড়িয়ে যান তিনি।
এতদিন এক ক্লাবের হয়ে সবেচেয়ে বেশি গোল করার কৃতিত্ব ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬-১৯৭৪ সাল পর্যন্ত মোট ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেন তিনি। অনেকে বলতেন, তার এ রেকর্ড ভাঙা সম্ভব নয়। তবে তা মিথ্যা প্রমাণ করলেন মেসি। ফুটবলের কালা মানিকের অনন্য কীর্তি নিজের করে নিলেন ছোট ম্যাজিসিয়ান।
ভায়াদোলিদের বিপক্ষে বার্সার প্রথম গোলে ছিল মেসির আলতো ছোঁয়া। তার ক্রসে বল জালে জড়ান লেংলে। দ্বিতীয় গোলের উৎসমুখেও ছিলেন তিনি। তা থেকে নিশানাভেদ করেন মার্টিন ব্র্যাথওয়েট।