অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার ৮৯টি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৩১ জুলাই ২০২৪ বুধবার  

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ভয়াবহ একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। বুধবার (৩১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বুধবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৮৯টি ইরানের তৈরি ড্রোন এবং আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়েছিল। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনের ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেন। 

বুধবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইরানি ড্রোন দিয়ে রাশিয়া ব্যাপক আকারের হামলা প্রতিহত করা হয়েছে। পরবর্তী সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, যথেষ্ট পরিমাণে অস্ত্রের সরবরাহ থাকলে ইউক্রেনীয়রা তাদেশ আকাশকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে পারে। 

তিনি এই সময় আরও বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং জঙ্গিবিমানের বিরুদ্ধে একই স্তরের প্রতিরক্ষা দরকার আমাদের। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৬৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।