অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:২৭ পিএম, ৩১ জুলাই ২০২৪ বুধবার  

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধরী আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল রহমান (৪৪)।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রহমান নরসিংদী সদরের দক্ষিণ চৌগাছা গ্রামের কাজী মোহাম্মদ আমির উদ্দিন মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতেন ও সহকারী কাজী ছিলেন।

গত ২০ জুলাই দুপুরে বাজার করতে গিয়ে নরসিংদী সদরে গুলিবিদ্ধ হন আব্দুর রহমান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

আব্দুর রহমানের শ্যালক আবুল বাশার জানান, আব্দুর রহমান ওইদিন দুপুর আড়াইটার দিকে বাজারে যান। বাজার শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গুলি এসে তার শরীরে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢামেক হাসপাতালে। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।