ইলন মাস্ককে তিরস্কার করেছিলেন অ্যাপল বস
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৫:২৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
২০১৭ সালে ভীষণ অর্থ সংকটে পড়ে বহুজাতিক প্রতিষ্ঠান টেসলা। এক পর্যায়ে টেসলার গাড়ির ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে বর্তমান অ্যাপল বস টম কুকের সাথে যোগাযোগ করেন প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্তু পড়ন্ত একটা কোম্পানি কেনার বিষয়ে আগ্রহ দূরে থাক, ইলন মাস্কের সাথে দেখা করতেই অস্বীকৃতি জানান কুক।
সেই টেসলাই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে গত তিন বছরে। ২০১৭ সালে যে প্রতিষ্ঠানের মূল্য ছিল ৬০ বিলিয়ন ডলার। সেটাই এখন প্রায় ৬০০ বিলিয়ন ডলার। সম্প্রতি টেসলা জায়গা করে নিয়েছে এসএন্ডপি ৫০০ ইনডেক্সের মধ্যে।
তারপরই নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের সেই দুঃসহ অতীতের স্মৃতি পোস্ট করেন ইলন মাস্ক। সেখানে লেখেন, মডেল ৩ ইলেকট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে আমরা বিপাকে পড়ি। তখন গাড়ি কোম্পানি বিক্রির সম্ভাব্য আলোচনা করতে আমি টম কুকের কাছে যাই। কিন্ত কুক আমার সাথে দেখা করতে অস্বীকৃতি জানায়।
বিক্রি না করতে পারার পর প্রতিষ্ঠানে দিনরাত সময় দিতে থাকেন ইলন মাস্ক। একসময় কারখানার ছাদেই ঘুমিয়েছিলেন বলে টুইটারে লিখে ইলন মাস্ক।