অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ জানুয়ারী শুরু হচ্ছে চসিক নির্বাচনের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার  

মহামারী করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি। এরমধ্যে নতুন তফসিল ঘোষণা করা চারটি ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, গত মার্চ মাসে স্থগিত হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় ওই চারটি ওয়ার্ডে নতুন তফশিল ঘোষণা করা হয় ।

চসিক নির্বাচনে এবার ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন পুরুষ এবং ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন নারী ভোটার রয়েছেন। 

আগের তালিকায় ৭৩৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণের কথা ছিল যা হালনাগাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে  নির্বাচন কমিশন ।