আবারও রিমান্ডে রিজভী, নুর, গোলাম পরোয়ার
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ জুলাই ২০২৪ রোববার
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ আটজনকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রিমান্ডে নেওয়া অপর পাঁচজন হলেন- যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির নেতা এম এ সালাম, সায়েদুল হক বাবুল ও সালেহীন।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত কাফরুল থানার এক মামলায় তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, কাফরুল থানার মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।