মা হারালেন ফারহা ও সাজিদ খান
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান ও সাজিদ খানের মা মেনকা ইরানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৬ জুলাই) ভারতের মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেনকা ইরানি।
তিনি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত সেলিম খানের ‘বচপন’ ছবিতে অভিনয়ও করেছিলেন মেনকা। তবে বেশিদিন তাকে পর্দায় দেখা যায়নি। খুব অল্প বয়সেই বিয়ে হয় তার।
এর আগে মায়ের জন্মদিনে ফারহা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, ‘আমরা সবাই নিজেদের মাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলি… বিশেষ করে আমি। এই গত মাসে আমি বুঝতে পারলাম মা মেনকাকে আমি কতটা ভালোবাসি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী ব্যক্তি। এতগুলো অপারেশন করার পরেও সেন্স অফ হিউমার অব্যাহত।’
‘শুভ জন্মদিন মা! আজ বাড়ি ফিরে আসার (হাসপাতাল থেকে) জন্য একটি ভালো দিন। আমার সঙ্গে আবার লড়াই শুরু করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী। আমি জানি তুমি পারবে। সেই দিনের অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবাসি।’ তবে জন্মদিনের ২ সপ্তাহের মধ্যেই মেনকা চলে গেলেন না ফেরার দেশে।
এদিকে মেনকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বলিপাড়ায় নেমে আসে শোকের ছায়া। শিল্পা শেঠি, রানি মুখার্জি, শাহরুখ খানের মতো তারকারা ছুটে যান বন্ধু ফারাহর বাড়িতে।
বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ আর ফারহা। তার বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন।
বিগ বসে সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে-বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে আসেন সালমান খানের বাবা সেলিম খান।