অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট ডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার  

কক্সবাজারের টেকনাফ সাগরের অংশে সেন্টমার্টিনগামী একটি ফিশিং ট্রলার ও একটি স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ নাফনদী থেকে পৃথক ভাবে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

তারা হলেন, সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার মো. ফহাদ (৩০),  মো. ইসমাইল (২৮) ও নুর মোহাম্মদ সৈকত (৩২)।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর ও বিকালের দিকে টেকনাফের নাফনদী থেকে পৃথক ভাবে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস।

তিনি জানান, বুধবার (২৪ জুলাই) দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ফিশিং ট্রলার যাত্রীসহ সাগরের ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। এ ঘটনায় নুর মোহাম্মদ সৈকত ও মো. ইসমাইল তারা দুজনেই নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে সেন্টমার্টিন থেকে মো. ফহাদসহ আরও লোকজন স্পিডবোটযোগে ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে তখন স্পিডবোটটিও উত্তাল সাগরের ঢেউয়ে উল্টে মো. ফহাদও নিখোঁজ হয়।

পরবর্তীতে নিখোঁজদের দু'দিন পরে টেকনাফের নাফনদীর বড় ডেইল অংশ থেকে মো. ফহাদ ও মো. ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় বাকি নুর মোহাম্মদ সৈকতকে নাফনদীর শাহপরীর দ্বীপ অংশ থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মো. ফহাদ ও মো. ইসমাইল ও নুর মোহাম্মদ সৈকত এ তিন জনের মরদেহ আইনি কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।