অলিম্পিকের শুরুতেই কোরিয়ান আর্চারের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার
প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগেই শুরু হয়ে গেছে বেশ কয়েকটি ডিসিপ্লিনে খেলা। শুরুতেই বিশ্ব রেকর্ডের গড়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সি–হিওন। যা প্যারিস অলিম্পিকের প্রথম বিশ্ব রেকর্ড।
বৃহস্পতিবার (২৫ জুলাই) অলিম্পিকে শুরু হয়েছে আর্চারি ডিসিপ্লিনের খেলা। মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট করে বিশ্ব রেকর্ড গড়েন লিম। এর আগে এই রেকর্ডটি ছিল আরেক কোরিয়ান কাং চায়ে–ইয়ংয়ের। ২০১৯ ডেন বস ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ৬৯২ পয়েন্ট তুলেছিলেন তিনি।
এছাড়া আর্চারির দলগত বিভাগেও একটি রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে তারা। রিকার্ভ মেয়েদের এককে র্যাংকিং রাউন্ডে বিশ্ব রেকর্ড গড়া লিম সিহ-ইয়ন (৬৯৪) ও পুরুষ এককে র্যাংকিং রাউন্ডে সেরা হওয়া কিম উ জিনের (৬৮৬) মিলিত স্কোর ১৩৮০। টোকিও অলিম্পিকে আগের রেকর্ডটিও ছিল কোরিয়ান এই জুটির, সেবার তাদের স্কোর ছিল ১৩৬৮।