অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯৩ শতাংশ কোটা মেধায়, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ অন্যান্য

প্রকাশিত: ০২:০৭ এএম, ২২ জুলাই ২০২৪ সোমবার  

৯৩ শতাংশ কোটা মেধায়, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ অন্যান্য

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারে নতুন রায় নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  বিভাগের রায়ে দেশে এখন থেকে ৫ শতাংশ চাকরি হবে মুক্তিযোদ্ধা কোটায় এবং অন্যন্য কোটায় থাকবে ২ শতাংশ চাকরি। বাকি ৯৩ শতাংশই মেধাবীরা তাদের শ্রেষ্ঠত্বের কারণে পাবে। রোববার আপিল বিভাগে শুনানি শেষে এই রায় দেওয়া হয়। 

এর আগে কোটা বিরোধী আন্দোলনে দেশে সৃষ্টি হয় চরম অস্থিরতা। যা কার্ফ্যু জারি ও সেনা মোতায়েনের মধ্য দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে সংঘর্ষ ও সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। ধ্বংস করা হয় দেশের গুরুত্বপূর্ণ  স্থাপনা। শিক্ষার্থীরা আন্দোলনে টোটাল শাটডাউনে যায়।