মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চারটি স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিকেল থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনগুলোতে মেট্রোরেল চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত দুই ভাগে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্ধ স্টেশনগুলো চালু হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলেও জানান আবদুর রউফ।
এর আগে, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই আগুন ওভারব্রিজে ছড়িয়ে পড়ে। তবে ওই সব স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।