জাহাঙ্গীরনগর রণক্ষেত্র
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, ২০ জন হাসপাতালে
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার
কোটা সংস্কার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ১৩টি হলের সামনে দিয়ে বটতলা এলাকায় পৌঁছালে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামানের (সোহেল) নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।