অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতভর হলে থাকবেন প্রাধ্যক্ষরা: ঢাবি উপাচার্য

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার   আপডেট: ০৮:৫৬ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা স্বার্থে প্রাধ্যক্ষরা রাতভর আবাসিক হলগুলোতে অবস্থান করবেন।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে প্রভোস্টদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবি উপাচার্য সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের হলের প্রাধ্যক্ষরা রাতভর হলে অবস্থান করবেন। মিটিংয়ে আমাদের আরো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এদিকে বৈঠকের পর স্যার এফ রহমান হলের প্রভোস্ট রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হগুলোকে শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এই বৈঠক ঢাকা হয়।