অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেপাল-চীন বাণিজ্য বাড়ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১২ জুলাই ২০২৪ শুক্রবার  

২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে নেপালের বৈদেশিক বাণিজ্য সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে, তবে চীনের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

নেপাল কেন্দ্রীয় ব্যাংকের বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়েছে, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে চীনে, নেপালের মোট রপ্তানি পরিমাণ ২.৪ বিলিয়ন রুপি (প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার), যা আগের অর্থবছরের চেয়ে ৫৭.৭ শতাংশ বেড়েছে।

আর চীন থেকে আমদানির মোট পরিমাণ ২৭২.৮১ বিলিয়ন রুপি (প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার), যা আগের অর্থবছরের চেয়ে ৩৪.৮ শতাংশ বেড়েছে।