২০২০ সালের যত উদ্ভট ফ্যাশন
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ০৫:৫৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
করোনার কারণে বছরটিতে আপনি হয়তো ঘরে বসেই কাটিয়েছেন। তবে ডিজাইনাররা ঠিকই বের করেছেন নতুন নতুন ডিজাইনের পোশাক। নিচে এমন কিছু পোষাকের বর্ণনা দেয়া হলো যেগুলো উদ্ভট ঠেকেছে মানুষের কাছে।
ইনফ্লেটেবল ট্রাউজার
২০২০ সালের ফেব্রুয়ারিতে এক মডেলকে ইনফ্লেটেবল ট্রাউজার পরিয়ে সবার চক্ষু ছানাবড়া করে দেন ডিজাইনার হারিকৃষ্ণ। লন্ডন কলেজ অব ফ্যাশনের র্যাম্পে সাদা ও লাল রঙের আলাদিন স্টাইলের ট্রাউজারটি প্রথম সবার সামনে আনেন তিনি।
ফওটোওয়ালা টি-শার্ট
বছরের সবচেয়ে বিনোদিত পোশাক সামনে আনে আসস নামের এক ব্র্যান্ড। তাদের তৈরি করা টি-শার্টটির দুই পাশেই বড় দুটো ফুটো। পোশাকের ছবি সামনে আসার পর থেকেই নেটিজেনে হাসির রোল পড়ে।
ঘাসে ঘষা ডেনিম:
যে প্যান্ট দেখলে আমরা ছুঁড়ে ফেলে দেবো বা অন্তত ময়লা বলে ধোয়ার কথা বলবো এমন প্যান্টই এবার ফ্যাশন বানিয়েছেন ডেনিম। গুচ্চি ব্র্যান্ডের প্যান্টের হাঁটুর অংশে এমন রঙ করা যেন মনে হচ্ছে ঘাস দিয়ে ঘষে দেয়া হয়েছে। আর এই প্যান্টের দাম কত শুনবেন? ৬৫ হাজার টাকা!
আলুর বস্তা দিয়ে তৈরি প্যান্ট:
এ বছর নেটিজেনদের মাঝে সবচেয়ে আলোচিত ছিল আলুর বস্তা দিয়ে তৈরি প্যান্ট। ভারতের আইপিএস অফিসার অরুন বোথরা পাটের বস্তা দিয়ে তৈরি প্যান্টের ছবি টুইটারে প্রকাশ করলে তা হাজারবার রিটুইট হয়। প্যান্টের গায়ে লেখা থেকে বুঝা যায় এটায় আগে আলু রাখা হয়েছিল।
উল্টো চশমা
ফ্যাশন ব্র্যান্ড গুচ্চির কাছে হয়তো ঘাসের প্যান্টও যথেষ্ট ছিলনা। তাই মানুষকে বিনোদন দিতে প্রতিষ্ঠানটি বাজারে আনে উল্টো সানগ্লাস। যার নাম ‘ আপসাইড-ডাউন’ বা ‘ক্যাট আই’ সানগ্লাস। এর দাম? বেশি না, মাত্র ৫৫ হাজার টাকা!
তোয়ালে গাউন:
বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার নায়িকাদের দামি দামি গাউন পরা অবস্থায় দেখতে পাই। করোনায় মানুষকে ঘরেই এমন ফ্যাশনের আমেজ দিতে তোয়ালে দিয়ে তৈরি গাউন বাজারে এনেছে হাউস অব ফ্রাসার।
ছেঁড়া কালো টাইটস:
বছরে এটা গুচ্চির তৃতীয় বিচিত্র্য আইটেম। যার হাঁটুর অংশ অনেকটাই ছেঁড়া। এই পোশাকের দাম আবার রাখা হয়েছে ১৬ হাজার ৫শ টাকা। এখানেই অবাক হওয়ার কিছু নেই। অক্টোবরের ২৯ তারিখ বাজারে আসা এই টাইটস ইতোমধ্যেই স্টক আউট!