অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাতির সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত ট্রেন!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০১:১৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

হাতির সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হলো ট্রেন! ভারতের উড়িষ্যার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝিতে এ দুর্ঘটনা ঘটে।

এর জেরে ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ আহত বা নিহত হননি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। 

স্থানীয় রেল বিভাগ জানায়, গেল রবিবার রাত ২টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ওই সময় যানের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৫০ কিমি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের ৬টি চাকা লাইনচ্যুত হয়। 

পুরী-সুরাট এক্সপ্রেস ট্রেনের সামনে আসে হাতিটি। চালকরা ব্রেক করার আগেই প্রাণিটির সঙ্গে ধাক্কা লাগে যানের। ফলে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি-এটাই বড় সৌভাগ্য।