ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
দ্বিতীয় দফা ভোটগ্রহণের পর নতুন প্রেসিডেন্ট পেয়েছে ইরান। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। এই দফার নির্বাচনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদপুষ্ট রক্ষণশীল সাঈদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেজেশকিয়ান।
দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। এই জয়ের মধ্যে দিয়ে বিমান দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় ১ কোটি ৬৩ লাখ ভোট। বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট। সাঈদ জালিলিকে প্রায় ৩৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে গত ২৮ জুন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারজন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনায় লড়াইটা এসে ঠেকে দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলির মধ্যে।
প্রথম দফার নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। তবে ওই দফার নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান সাঈদ জালিলির চেয়ে এগিয়ে ছিলেন। প্রথম দফায় ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন পেজেশকিয়ান। সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান প্রথম দফায় ১ কোটি ৪ লাখ ১৫ হাজারে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত সাঈদ জালিলি পেয়েছিলেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট।
নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান-অফে। এই রান-অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলি।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। এরপর গণনা শেষে ভোটের ফল ঘোষণা করা হয়। এতে মাসুদ পেজেশকিয়ান বড় ব্যবধানে জয়লাভ করেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।