ইসরাইলের হামলায় গাজায় নিহত ৩৮ হাজার ছাড়াল
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
ইসরাইলের বর্বর হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জনে। আর আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। খবর আল-জাজিরা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৫৮ জন আর আহত হয়েছেন ১৭৯ জন।
বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
এর আগে ইসরাইলি বাহিনী গাজা সিটির শাফ ও দারাজ এলাকার আবাসিক বাড়িতে হামলা করেছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সংকটে কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল। খান ইউনিস ও রাফায় রোগীদের সেবা প্রদানকারী একমাত্র হাসপাতাল ছিল এটি। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য মন্ত্রণালয় সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাকে আহ্বান জানিয়েছে।