অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্যাংকসহ নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার  

চীনের সীমান্তবর্তী লেহর দৌলত বেগ ওল্ডির প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারাপার অনুশীলন চলার সময় ট্যাংকসহ ভেসে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনার মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) আছেন। 

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় ওই সেনারা নিয়মিত প্রশিক্ষণে ছিল। তারা লেহ থেকে ১৪৮ কিলোমিটার উত্তরপূর্বে মন্দির মোড়ের কাছে তাদের টি-৭২ ট্যাংকে করে বোধি নদী পার হওয়ার সময় হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। এরপর দ্রুতই ফুলে ফেঁপে ওঠা নদীতে সেনাসহ ট্যাংকটি ডুবে যায়।

তাৎক্ষণিকভাবে একটি উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে পাঁচ সেনার মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ করা এক পোস্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন।