অবস্থা স্থিতিশীল, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে খালেদা
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার
ফাইল ছবি
হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর সিসিইউর সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি প্রধানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। উনার শারীরিক অবস্থা আগের চাইতে উন্নতি কিংবা অবনতি হয়নি। তিনি আগের মতোই আছেন।’
গত শুক্রবার গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সযোগে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিসিইউতে রেখে চিকিৎসা চলার পর মেডিকেল বোর্ডের সদস্যরা হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। পেসমেকার বসানোর পর বর্তমানে তাকে কেবিনে নেওয়া হয়েছে। তবে সেখানে সিসিইউর সব ধরনের সুবিধা রাখা আছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এতিম শিক্ষার্থীদের মাঝে দুটি ছাগল সদকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পশ্চিম মালিবাগে একটি এতিমখানায় দুটি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, যুবদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটু, শেখ আব্দুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন, আসাদুজ্জামান পলাশ, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের সারোয়ার ভুইয়া রুবেল, গোলাম মোর্শেদ রাসেল, মেহের কায়সার রানা, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।