জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার
ভারতে সরকার গঠনের পরপরই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। গত কয়েক দিন ধরে সেখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্বাধীনতামী যোদ্ধাদের বিরুদ্ধে এই অভিযানে নিয়মিত সংঘর্ষের খবর আসছে। বুধবার এনডিটিভি জানিয়েছে, সেনাবাহিনী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে।
উপত্যকার ডোডা জেলার গান্দোহ এলাকায় ওই স্বাধীনকামীরা ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ করেছে উদ্ধার করেছে তারা। যেখানে আছে যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ কার্বাইন; যা একে-৭৪ এর চেয়েও শক্তিশালী অস্ত্র।
জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত পরিচালক জয় কুমার বলেছেন, বুধবার সকালে অভিযানে বের হলে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
গত ১১ জুন, সেনা ক্যাম্পে হামলা চালিয়ে পাঁচ সেনা এবং একজন বিশেষ পুলিশ অফিসার আহত করে স্বাধানতাকামী যোদ্ধারা। তাদের অন্য এক হামলায় ক্ষতিগ্রস্ত হয় আরও এক পুলিশ ক্যাম্প।
জোড়া হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সমন্বিত অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্র বলছে, স্বাধীনতাকামীদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগে তিনজন স্থানীয়কে গ্রেফতার করা হয়েছে।