অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

`গাজা যুদ্ধে ২১ হাজার শিশু নিখোঁজ` 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার  

গত বছরের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার। এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে হাজার হাজার ফিলিস্থিনি শিশু ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছে, কেউ কেউ ইসরায়েলি বাহিনীর কাছে আটক , কাউকে অজ্ঞাত কবরে দাফন করা হয়েছে বা অনেকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন।  

যুক্তরাজ্যের এই সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ এবং তা যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশু একাকী এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে। সেইসঙ্গে অনির্দিষ্ট সংখ্যক শিশুকে গণকবরে দাফন করা হয়েছে।