অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাবিধি মেনে বিয়েতে ১০ হাজার মানুষকে নেমন্তন্ন!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার   আপডেট: ১০:৪৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

অনেক যুগলেরই স্বপ্ন থাকে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করার। কিন্তু এবছর এমন স্বপ্নে বিঘ্ন ঘটিয়েছে কোভিড-১৯। তবে মালয়েশিয়ার এক জুটি দেখিয়েছে করোনাকালেও এমন অনুষ্ঠান করা সম্ভব। রবিবার (২০ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠানে তারা স্বাগত জানিয়েছে ১০ হাজার মানুষকে, তাও করোনাবিধি সম্পূর্ণ অনুসরণ করে!

খটকা লাগছে? লাগারই কথা। তবে বিস্তারিত বললেই বিষয়টা পরিষ্কার হবে আপনার কাছে।

মালয়েশিয়ান টেঙকু মোহাম্মদ হাফিজ ও ওশেন আলাজিয়া দম্পতি তাদের বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করে রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে অবস্থিত দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার এক সরকারি ভবনের সামনে। আর আমন্ত্রিত অতিথিরা তাদের সামনে দিয়ে ধীরে ধীরে চালিয়ে যান গাড়ি। গাড়িতে থেকেই নবদম্পতির উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তারা।

অনুষ্ঠান আয়োজনে যেমন বৈচিত্র্য আছে তেমনি এই বর-কনেও অন্য দশজনের মতো নয়। টেঙকু মো. হাফিজ হলেন বিখ্যাত রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী টেঙকু আদনানের ছেলে। বিয়ের দিন (২০ ডিসেম্বর) তার জন্মদিনও ছিল। কনের বাবাও আরেক রাজনীতিবিদ, নাম কু নান।

নিজের ছেলের বিয়ের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে সাবেক মন্ত্রী লেখেন, আমি জানতে পেরেছি সকাল থেকে ১০ হাজার গাড়ি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানে নীতি মেনে কেউ গাড়ি থেকে বের না হওয়ায় সবাইকে ধন্যবাদ।

বিয়ের অনুষ্ঠানের মজা নিতে গিয়ে অবশ্য কিছুটা সাজাও ভোগ করতে হয়েছে বর-কনেকে। ১০ হাজার গাড়ি পার হওয়ায় একটানা তিন ঘন্টা এক জায়গায় বসে থাকতে হয়েছে তাদের।

আমন্ত্রিত সব অতিথির জন্য ছিল খাবারের ব্যবস্থাও। এখানেও ছিল একই নিয়ম, সবাইকে গাড়িতে পৌঁছে দেয়া হয়েছে প্যাকেট করা খাবার।