অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রামুতে কোরবানির পশুর লাথিতে একজনের মৃত্যু 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:০০ পিএম, ১৭ জুন ২০২৪ সোমবার  

কক্সবাজারের রামুতে কোরবানির গরু জবাই করতে গিয়ে গরুর লাথির আঘাতে আব্দুল কাদের (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের ওই এলাকার মৃত রমজান করিমের ছেলে।

সোমবার (১৭ জুন) সকাল ৯টার দিকে ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা জাফর আলম জুয়েল জানান, গরু জবাই করার সময় গরুটি পা নাড়াচাড়া করতে গিয়ে বুকে সজোরে লাথির আঘাতে আহত হন ওই ব্যক্তি। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।