চ্যানেল নাইনে শিশু-কিশোরদের নিয়ে ৭ পর্বের ‘লিখবে তুমি, জিতবে তুমি’
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৫ জুন ২০২৪ শনিবার
ঈদে শিশু-কিশোরদের নিয়ে চ্যানেল নাইনের বিশেষ আয়োজন রাঁধুনী নিবেদিত ‘লিখবে তুমি, জিতবে তুমি’। ছোটদের সৃজনশীল ছড়া লেখার প্রতিযোগীতার মাধ্যমে বাছাই করা শিশু-কিশোরদের নিয়ে তৈরি করা হয়েছে ৭ পর্বের বিশেষ এই আয়োজন। যেখানে নিজেদের লেখা ছড়া আবৃত্তির পাশাপাশি তারা উপস্থাপন করেছে নিজেদের অন্যান্য সৃজনশীল প্রতিভাও। মুখোমুখি হয়েছে কুইজেরও।
শীর্ষ ১২ প্রতিযোগীকে নিয়ে প্রথমে ৬ পর্বের অনুষ্ঠান নির্মাণ করা হয়। সেখান থেকে শীর্ষ ৩ প্রতিযোগীকে নিয়ে নির্মিত হয়েছে ফাইনাল রাউন্ড।
‘লিখবে তুমি, জিতবে তুমি’ চ্যানেল নাইনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জে এন এইচ এম হাসান। এই আয়োজনের অন্যতম প্রধান বিচারক এবং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও ছড়াকার পলাশ মাহবুব।