চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত ১৪৩, মৃত্যু একজনের
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ১২:৩৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ১৩০ জন নগরের ও ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ সময়ে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৯৯০ জনের মধ্যে ২২ হাজার ২২৮ জন নগরের ও ৬ হাজার ৬৬২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
তিনি জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটোনারী বিশ্ববিদ্যালয়ে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পাওয়া গেছে। শেভরণে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের প্রাণঘাতী ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের মারণঘাতী ভাইরাস ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৩৪৩ জন। এর মধ্যে ২৪৭ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।