স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদ মারা গেছেন
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:০২ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন শফি আহমেদের ভাইয়ের ছেলে ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক রাফা।
তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবেক এ ছাত্রনেতাকে মৃত ঘোষণা করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।
সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফি আহমেদ। তবে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।