ভারতে তীব্র গরমে ১৬ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ৩১ মে ২০২৪ শুক্রবার
ভারতের বিহার রাজ্যে একটি হাসপাতালে দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যটিতে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রিতে।
তাপপ্রবাহের কারণে সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। বিহারের ঔরঙ্গবাদের সেই জেলা হাসপাতালে আরও ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে ভর্তি করা হয়েছে।
এছাড়াও গরমের কারণে রাজ্যের শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে অন্তত ১৬ জন মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এনডিটিভি।