অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ৯৬, মৃত্যু ২

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রোববার  

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। নতুন শনাক্তদের মধ্যে ৮৯ জন চট্টগ্রাম শহরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মারা গেছেন ২ জন। একজন বোয়ালখালী উপজেলার আরেক জন চান্দগাঁওয়ের বাসিন্দা।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৭৬৭ জনের মধ্যে ২২ হাজার ৯৮ জন শহরের ও ৬ হাজার ৬৬৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

তিনি জানান, শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৩ জন। এর মধ্যে ২৪৬ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।