বিএনপির বহিষ্কৃত নেতা হলেন গাজীপুর উপজেলা চেয়ারম্যান
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান মিলন। তিনি ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট রীনা পারভীনকে হারিয়েছেন তিনি। আনারস প্রতীকে রীনা পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন টিউবওয়েল প্রতীকে ১৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার ফুটবল প্রতীকে ১৯ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি পেয়েছেন ১৬ হাজার ৭৬৪ ভোট।