অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণতন্ত্রহীন বাংলাদেশে নির্বাচনের নামে খেলা চলছে: ডা. শাহাদাত 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার  

বিএন‌পির সভা সমা‌বে‌শে জনস্রোত দে‌খে আ'লীগের অন্তর আত্মা কেঁ‌পে উ‌ঠে। গণতন্ত্রহীন বাংলাদেশে এখন নির্বাচনের নামে খেলা চলছে। এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর খেলোয়াড় হিসাবে আছে পুলিশ প্রশাসন। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল। গণভবনের চিরকুটে নির্ধারণ হয় জয়-পরাজয়। যার কারণে এদেশের মালিকানা আর ক্ষমতার পটপরিবর্তনে জনগণের কোন হাত নাই। 

এমনই অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পাঠানটুলি ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রি ও শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি সংস্কৃতি সৃষ্টি করেছে। বিগত ১২ বছরে আওয়ামী লীগ একটি নির্বাচন ও সুষ্ঠু করতে পারেনি। বর্তমান সরকার দে‌শের জনগ‌নের উপর আস্থা হা‌রি‌য়ে মাস্তান নির্ভর হ‌য়ে গণতন্ত্র বাদ দি‌য়ে এক দলীয় শাসন কা‌য়েম করে‌ছে। আজ‌কে তারা সন্ত্রাসনিভর্র হ‌য়ে বিএন‌পির নিয়মতা‌ন্ত্রি কর্মসূ‌চি‌তে বাধা দি‌চ্ছে।

প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশের মানুষের এখন নির্বাচনে কোন আগ্রহ নেই। কারণ বিগত দিনগুলোতে আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় গুন্ডাবাহিনী ব্যবহার করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। যার কারণে আওয়ামী লীগ ও প্রশাসন নামের আওয়ামী যন্ত্রের উপরে জনগণ আর ভরসা রাখতে পারছে না। এ সরকার দেশকে একটি অমানবিক, অগতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। দেশকে দিন দিন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। দে‌শের কার্যকর রা‌ষ্ট্রে প‌রিণত কর‌তে ও গণতা‌ন্ত্রিক ব্যবস্থা ফি‌রি‌য়ে আন‌তে হ‌লে বিএন‌পির নেতাকর্মী‌দের ত্যাগ শিকা‌রে জণগ‌নের পা‌শে দাঁড়া‌তে হ‌বে।

উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএন‌পির আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মহ‌সি‌নের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সি‌. সহসভাপতি আবু সুফিয়ান, সি. যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর হা‌লিম শাহ আলম, ইয়া‌ছিন চৌধুরী লিটন, সাংগঠ‌নিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালাউ‌দ্দিন, ডবলমু‌রিং থানা বিএন‌পির সভাপ‌তি মোঃ সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া।