অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হঠাৎ বন্ধ হয়ে গেল ইনস্টাগ্রাম!

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ৬ মে ২০২৪ সোমবার  

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি ইনস্টাগ্রাম। হঠাৎ রোববার রাতে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন অনেকেই। কেউ আবার অ্যাকাউন্ট লগইন করতে পারছিলেন না। ডাউন ডিটেক্টরে হোম ফিড রিফ্রেশে অসুবিধার কথাও অভিযোগ করেছেন।

অনেক ব্যবহারকারী ইনস্টাগ্রামের অচলাবস্থা সম্পর্কে টুইটারেও অভিযোগ করেছেন।

গত কয়েক সপ্তাহে ইনস্টাগ্রাম ডাউন হওয়ার খবর কয়েকবার সামনে এসেছে। তবে রোববার এই সমস্যা বেড়ে যাওয়ায় রাত ৮টা পর্যন্ত শতাধিক রিপোর্ট জমা পড়েছিল। এর মধ্যে ৮১ শতাংশ অভিযোগ ইনস্টাগ্রামে লগইন করতে না পারা নিয়ে। যেখানে ১২ শতাংশ অভিযোগকারী সার্ভার কানেকশনের সমস্যার কথা রিপোর্ট করেছেন।

তবে ঠিক কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে কোন বক্তব্য দেয়নি ইনস্টাগ্রাম।

এছাড়া গত দুই দিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও সমস্যায় রয়েছেন। তারা ছবি, অডিও-ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারলেও ডকুমেন্ট বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেন না। ফাইল ডাউনলোড করার চেষ্টা করলে ট্রাই এগেইন লেটার নোটিফিকেশন সামনে আসছে।