যেভাবে নিরাপদ রাখবেন আপনার ওয়াটসঅ্যাপ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার আপডেট: ০৯:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
প্রান্ত (ছদ্মনাম) তার মোবাইল রেখে বাইরে যায় জরুরি কাজে। এর মাঝেই দুষ্টু বুদ্ধি চাপে তার এক বন্ধুর মাথায়। নিজের মোবাইলে ওয়াটসঅ্যাপ খুলে সেই বন্ধু তোলে প্রান্তর নাম্বার। লক দেয়া থাকলেও প্রান্তর মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে ওয়াটসঅ্যাপ খোলার পাসওয়ার্ড। খুব সহজেই হ্যাক হয়ে যায় তার মেসেজ শেয়ারিং অ্যাপলিকেশনটি।
প্রান্তর ক্ষেত্রে বন্ধুর দুষ্টুমি হলেও খুব সহজেই হ্যাক হতে পারে আপনার ওয়াটসঅ্যাপও। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই ওয়াটসঅ্যাপ রেখেছে টু-স্টেপ ভেরিফিকেশন অপশন।
অন্য কেউ যাতে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে তাই এই অপশনটি অবশ্যই চালু রাখা উচিত সবার। এটা চালু করলে আপনার ওয়াটঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, ফলে অন্য কেউ চাইলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেনা। কীভাবে আপনি এই নিরাপত্তা নিশ্চিত করবেন তা নিচে দেয়া হলো-
প্রথম ধাপ: প্রথমে আপনার ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যান এবং উডরে ডান কোনায় থাকা তিনটি ডট আইকনে চাপ দিন।
দ্বিতীয় ধাপ: সেখানে একদম নিচের দিচে থাকা সেটিংস অপশনে যান এবং ‘অ্যাকাউন্ট’ লেখায় চাপ দিন।
তৃতীয় ধাপ: এখানেই আপনি টু-স্টেপ ভেরিফিকেশন অপশনটি পাবেন। সেখানে গিয়ে ‘ইনেবল‘ অপশনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: এসময় আপনাকে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড বসাতে বলা হবে। সেটা পুনরায় সঠিকভাবে বসালেই আপনার টু-স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। তারপর থেকেই আপনি আবার ওয়াটসঅ্যাপ ইন্সটল করতে গেলে এই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি আপনাকে বসাতে হবে। এছাড়াও এই অ্যাপলিকেশন আপনাকে মাঝে মাঝে এই পাসওয়ার্ড দিতে বলবে যাতে তা ভুলে না যান।
সেখানে আপনাকে একটি ই-মেইল আইডি বসাতে বলবে। আপনি চাইলে স্কিপ বাটনে প্রেস করে তা এড়িয়ে যেতে পারেন। তবে সবার উচিত ই-মেইল আইডি দেয়া। কারণ যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান তবে এর মাধ্যমে আপনি আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন।
পঞ্চম ধাপ: একবার ছয় সংখ্যার পিনটি বসানোর পর আবারও বসাতে বলা হবে। দ্বিতীয়বার বসালেই চালু হবে আপনার টু-স্টেপ ভেরিফিকেশন।