অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গরমে ‘ওভারহিট’ হচ্ছে স্মার্টফোন? ঠান্ডা করার উপায় জানুন

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার  

এই গরমে জনজীবন অতিষ্ঠ। গরম হচ্ছে স্মার্টফোন। অনেক সময় তা ওভারহিট বা অত্যাধিক গরম হচ্ছে। ফলে ঘন ঘন হ্যাং থেকে শুরু করে সাধের হ্যান্ডসেটটি নষ্টও হয়ে যেতে পারে।

এই সমস্যার সমাধানে জানুন কীভাবে ফোন ঠান্ডা রাখবেন।

গরমে স্মার্টফোন ওভারহিটের সমস্যা অত্যন্ত সাধারণ। মেনে চলুন সহজ কিছু টিপস। ফোনের ব্যাটারি থাকবে ভালো।

১. সবসময় ‘ফার্স্ট পার্টি’ চার্জার অর্থাৎ ডিভাইসের সঙ্গে পাওয়া তার নিজস্ব চার্জার ব্যবহার করা উচিত।

২. যদি ডিভাইস বেশি গরম হয়ে যায়, তাহলে কিছুক্ষণ তাকে বিশ্রাম দিন। ঠান্ডা হতে দিন।

৩. পুরোপুরি ব্যাটারি শেষ হতে দেবেন না, তার আগেই চার্জে বসান।

৪. প্রয়োজনের অতিরিক্ত চার্জ করবেন না। যদিও এখন তা অনেকটাই সুরক্ষিত।

৫. ডিভাইসে অর্থাৎ আপনার স্মার্টফোনে কোনও ড্যামেজ বা সমস্যা নেই তা নিশ্চিত করতে হবে।

৬. ফোনের কেস বা কভার খুলে রাখলেও তা ডিভাইসকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে।

৭. বাইরে থেকে কোনও বেশি চাপ প্রয়োগ করবেন না ফোনের ওপর।

৮. ফোনে যদি পানি লেগে ভিজে যায় তবে আগে শুকিয়ে তারপর চার্জ দিবেন।