দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে আগামীকাল
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রোববার
চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে নিয়মিত বুলেটিনে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাছাড়া মে মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্র আরও জানায়, সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা সামান্য বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে রাজধানীসহ দেশের অন্যানো অঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বাড়বে।’