সোনালী লাইফের বরখাস্তকৃত সিইও রাশেদের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা, দেশ ছেড়ে পলায়ন
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
দূরনীতি ও অর্থ আত্মসাতের দায়ে বহিষ্কৃত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ।
রামপুরা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৪ তারিখ ১১/০১/২০২৪) বৃহস্পতিবার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
সোনালী লাইফের জনসংযোগ কর্মকর্তা গতকাল বিষয়টি নিশ্চিত করেন ।
অর্থ আত্মসাতের মামলায় রাশেদ বিন আমান গত ৫ মার্চ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ২৫ এপ্রিল পূনরায় তার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও গ্রেফতারের ভয়ে রাশেদ আদালতে উপসথিত হননি ।
ফলে ফের তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
সূএ জানায় অস্টেলিয়ার পাসপোর্ট ধারী , পাসপোর্ট নং -PB 4121519 , রাশেদ আমান গত ৪ এপ্রিল , ২০২৪ তারিখে BG 371 ফ্লাইটে নেপালে পালিয়ে যান ।