৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ৮ এপ্রিল ২০২৪ সোমবার
পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দনে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশনে যাত্রী পারাপার ও বন্দর সংশ্লিষ্ট সকল কার্যক্রম সেবা চালু থাকবে।
সোমবার বিকালে (৮ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ১৬ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ অমৃত অধিকারী জানান, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার চলমান থাকবে।