অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো, বাসায় থাকার নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার   আপডেট: ০৪:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফা বাড়ালো সরকার। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শিক্ষা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, করানা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল।

নির্দেশনায় বলা হয়েছে, এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞতিতে আরো জানানো হয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষন করবেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষার্থীগণ যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।