রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার দুপুরে রেলভবনে মন্ত্রীর সভাকক্ষে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতকালে ভারতের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে অলোচনা হয়। ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে।
এছাড়া বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ৫টি রেল সংযোগ চালু আছে। গত বছরের ১৭ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ উদ্বোধন করেন। চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে।