প্রবাসীকে হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
কুমিল্লার হোমনায় আব্দুল জলিল নামে এক প্রবাসী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল জলিলের স্ত্রী শাহনাজ বেগম, হোমনার কারারকান্দি এলাকার ইউসুফ মিয়ার ছেলে মো. কুদ্দুস, মঙ্গলকান্দি এলাকার মানিক মিয়ার ছেলে আব্দুল খালেক ও কারারকান্দি এলাকার সাধন মিয়ার ছেলে মো. রাজিব। তারা সবাই পলাতক রয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু ইউসুফ বলেন, হোমনার চেৎপুরের সৌদি প্রবাসী আব্দুল জলিলের স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে পরকীয়া ছিল একই উপজেলার গোয়ারী ভাঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. শাহজাহানের। পরকীয়ার জের ধরে ২০১৩ সালের ৯ জুন চিকিৎসা করানোর কথা বলে জলিলকে ঢাকায় নেন স্ত্রী। এ সময় ঢাকা থেকে ফেরার পথে স্ত্রী শাহনাজের ইন্ধনে কুদ্দুস, খালেক ও রাজিব মিলে আব্দুল জলিলকে হত্যা করে রাস্তায় ফেলে যায়।
এ ঘটনায় জলিলের ছোট ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন।