অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজেপির হয়ে দার্জিলিং থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রিংলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার  

বিজেপি থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে প্রার্থী হতে চলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। বিজেপি সূত্রের বরাত দিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। শেষ মুহূর্তে এই আসনে বিদায়ী এমপি রাজু বিস্টকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রিংলা।

আগামীকাল শনিবার ভারতীয় সময় বিকাল ৩টার দিকে বিমানে বাগডোগরা পৌঁছাবেন শ্রিংলা। তারপরই তাকে নিয়ে রোড শো করার কর্মসূচি রয়েছে বিজেপির। যদিও বিজেপির জেলাস্তরের কোনো নেতাই এ নিয়ে কিছু বলতে চাননি। তবে দলীয় সূত্রের দাবি, আজই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।

বেশ কিছুদিন ধরেই দার্জিলিং লোকসভাকে কেন্দ্র করে জনসংযোগ বাড়াচ্ছিলেন সাবেক আমলা হর্ষবর্ধন শ্রিংলা। বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে তাকে। নিজেকে দার্জিলিংয়ের সন্তান হিসেবে দাবি করেছেন তিনি। যদিও গতবারের এমপি রাজু বিস্টও রীতিমতো দৌড়ে ছিলেন। হাল ছাড়েননি তিনিও।

কিন্তু বিগত লোকসভা নির্বাচনের ধারা মেনেই এবারও প্রার্থী বদলের রাস্তাতেই হাঁটতে চলেছে বিজেপি। ২০০৯ সালে দার্জিলিং আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন রাজস্থানের নেতা যশবন্ত সিনহা। ২০১৪ সালে জয়ী হন এসএস আলুওয়ালিয়া। ২০১৯ সালে শিকে ছেড়ে রাজু বিস্টের। কিন্তু তিনবারই বহিরাগত কাউকে প্রার্থী করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তাই এবার স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জোরালো হয় বিজেপি শিবিরে।